22 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহীতে প্রাইভেটকার থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে প্রাইভেটকার থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে প্রাইভেটকার থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজশাহীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার সময় প্রাইভেটকার থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করেছে ছাত্ররা। এসময় হোসেন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাতে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করে ছাত্ররা।

গ্রেপ্তার হোসেন মিয়া নগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বলেন, রাজশাহীতে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার সময় রাতে রেলগেইট এলাকায় একটি গাড়ি তল্লাশি করে। এ সময় একটি প্রাইভেটকারের পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, এই ঘটনায় তার বিরুদ্ধে রাতেই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ