বিএনএ, রাউজান: চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীতে হাত জাল দিয়ে মাছ ধরার সময় আটকে যাওয়া জাল তুলতে গিয়ে মো. শফিউল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাম্বুর হাট কর্ণফুলী নদীতে এই ঘটনা ঘটে।
নিহত শফিউল উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড লাম্বুর হাট এলাকার মো. শফির জামাতা ও কদলপুরের বাসিন্দা।
জানা যায়, শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার বিকালে দলবদ্ধ হয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। হাত জাল দিয়ে মাছ ধরার সময় তার জাল আটকে যায়। নদীতে নেমে জাল তুলার সময় পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বিকেল ৫টায় জেলেরা নেমে তল্লাশি চালালে তারা জালসহ শফিউলকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পরও বেঁচে আছেন এমন ধারণায় তার স্বজনেরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনএনিউজ/শফিউল আলম,বিএম