বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডাই আমোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার লিমেটেড এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হামিদুল্লাহ বিশ্বাস (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ১০ আগস্ট) বিকেল ৫ টার দিকে কারখানার ব্যাগিং শাখায় বিদ্যুৎ এর লাইন কাজ করার সময় এই দুর্ঘটনা হয় বলে জানান ডিএপি কর্তৃপক্ষ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএপি সূত্রে জানা যায়, নিহত শ্রমিক হামিদুল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা। সে ডিএপি কারখানা প্ল্যান্ট- ২ বিদ্যুৎ শাখায় মাষ্টার টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিকাল পাঁচটার দিকে ব্যাগিং শাখায় মেশিনের একটি বেল্ট ছিড়ে যাই। সেটি মেরামত করে বিদ্যুৎ এর লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএপির জিএম আলমগীর জলিল বলেন , লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়ে শুনেছি। অফিসিয়াল কাজে আমি বাইরে আছি । আগামীকাল বিস্তারিত জানতে পারবো ।
বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।