35 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

বিএনএ, ঢাকা: লোডশেডিং কমাতে এলাকাভেদে সপ্তাহে এক দিন একেক শিল্প এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদের এই প্রজ্ঞাপনটি জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আগামী ১১ তারিখ থেকে এলাকা ভেদে এ সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (২) ধারার ক্ষমতাবলে নির্দেশনা ধার্য করা হলো।

এর আগে ৭ আগস্ট বিদ্যুৎ ভবনে শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভায় জানিয়ে দেওয়া হয়, একদিনে সব এলাকায় ছুটি না দিয়ে, রেশনিংয়ের মাধ্যমে একেকদিন একেক এলাকায় ছুটি চালু করলে বিদ্যুতের কিছুটা সাশ্রয় হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ