বিএনএ, ঢাকা : অজ্ঞাত ফোন নম্বর থেকে আসা ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম পিআর বি এম রওশন কবীর।
বি এম রওশন কবীর বলেন, বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে। শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট যখন ট্যাক্সিতে, তখন অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়।
বিএনএনিউজ/এইচ.এম।