17 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পুলিশি বাঁধার মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

পুলিশি বাঁধার মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুলিশি বাঁধার মুখে ঢাকা-কুয়াকাটা মহসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মেইনগেটের তালা খুলে পুলিশের বাঁধা ভেঙ্গে মহাসড়ক দখল করে।

বৃহস্পতিবার ( ১১ই জুলাই) বিকেল সাড়ে তিনটায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচি বিকেল তিনটা থেকে রাস্তা অবরোধের কথা থাকলেও পুলিশ শিক্ষার্থীদেরকে মহাসড়কে নামতে বাঁধা দেয়। এর পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে জড়ো হয়ো স্লোগান দেয়।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা গেটের তালা খুলে মহাসড়ক দখল করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে আমার ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসন জবাব চাই। আন্দোলনে বাঁধা কেন পুলিশ জবাব দে।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আজকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধের কথা থাকলেও পুলিশ প্রথমে বাঁধা দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বাঁধা দেওয়ার কে? এমন প্রশ্নও তুলেন তিনি পুলিশের বিরুদ্ধে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, আমাদের দাবি যতদিন না পর্যন্ত আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে কোন বাঁধাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না।

সন্ধ্যা ছয়টায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, আজকে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিলাম মহাসড়ক অবরোধ না করার জন্য। কিন্তু শিক্ষার্থীরা পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেন। তাদের কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করছেন।

বিএনএ/রবিউল/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ