14 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

বিএনপি লোগো

বিএনএ, ঢাকা: ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বুধবার (১২ জুলাই ২০২৩) বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ। এতে জুড়ে দেয়া হয়েছে ২৩ শর্ত।

মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) সন্ধ্যায় ডিএমপির কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষর করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির স্মারকে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১২ জুলাই দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।

শর্তসমূহের মধ্যে রয়েছে, অনুমোদিত স্থানেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে। সমাবেশস্থলের চারদিকে উন্নত রেজল্যুশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। শব্দদূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করতে হবে, কোনোক্রমেই অনুমোদিত স্থানের বাইরে মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে প্রজেক্টর স্থাপন করা যাবে না।

অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় ও ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। সমাবেশেরে কার্যক্রম ব্যতীত মঞ্চকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে।

অনুমোদিত সময়ের মধ্যে (দুপুর ২টা থেকে বিকেল ৫টা) সমাবেশের সার্বিক কার্যক্রম শেষ করতে হবে। কোনো অবস্থাতেই মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না। কোনো ধরনের লাঠিসোঁটা/ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না। আইন-শৃঙ্খলা অবনতি ও কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ