বিএনএ, ঢাকা: আগামীকাল বুধবার(১২ জুলাই২০২৩) রাজধানী ঢাকায় বড় রাজনৈতিক শোডাউন (সমাবেশ) হতে যাচ্ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে এসব সমাবেশ হবে ।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশ থেকে সরকারপতনের একদফা ঘোষণা করবে বিএনপি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ । একইদিনে রাজধানী ঢাকায় দুই প্রধান দলের শোডাউন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা শংকা। আলোচনা।
শান্তি সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, আমরা শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতি নিচ্ছি। এক লাখ নেতাকর্মী ও সমর্থক জড়ো করার লক্ষ্য রয়েছে। আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মহানগর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের অনুরোধ করা হয়েছে এই শান্তি সমাবেশ সফল করার জন্য।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য দেবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
অন্যদিকে একদফা ঘোষণাকে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও বিদেশিদের নজরে আনার পরিকল্পনা নিয়ে সমাবেশ সফলের প্রস্তুতি নিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল সমূহ।
জানা গেছে, বুধবারের সমাবেশ থেকে একদফার পাশাপাশি ঘোষণা করা হবে রাষ্ট্র সংস্কারের (ক্ষমতায় গেলে) ৩১ দফার রূপরেখাও। মানববন্ধনের মতো কর্মসূচি দিয়েই শুরু হতে পারে একদফার আন্দোলন কর্মসূচি। বিকাল ৪টায় আলাদা মঞ্চ থেকে ৩৬টি দল একযোগে এসব ঘোষণা করতে পারে।
বিএনএনিউজ২৪, জিএন