16 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে মঙ্গলবার

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে মঙ্গলবার

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে মঙ্গলবার

বিএনএ, ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। রোববার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার (১২ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে।

রোববার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় , মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রবিবার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন।

তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপনে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ