26 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল

ডেভিড স্লেইটন মিল যাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বিশ্ব ডেস্ক:  ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে শুনানি এবং সিনেটের চূড়ান্ত অনুমোদনের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন মিল। তিনি পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন। খবর ভয়েস অব আমেরিকার।

ডেভিড স্লেটন মিল বর্তমানে চীনে ডেপুটি চিফ অব মিশন ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেভিড মিল ইতোপূর্বে ঢাকায় ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় তার বেশ দখল রয়েছে।

পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন। গত ৯ মে(বৃহস্পতিবার) হোয়াইট হাউজের এক ঘোষণায় ডেভিড মিলকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি প্রকাশ করা হয়।

জ্যৈষ্ঠ কূটনীতিক মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালকও  ছিলেন।

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ