বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে সমুদ্র সৈকতের পাড় থেকে মো. ইউসুফ (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মে) সকাল ১১ টার দিকে নগরীর বন্দর থানার আনন্দ বাজার ডোমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মো. ইউসুফ পতেঙ্গা থানার হোসেন আহম্মেদ পাড়ার মো. ইসমাইলের ছেলে।
নগরীর বন্দর থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, ডোমপাড়ার সাগরপাড় থেকে সকালে এক কিশোরের মরদেহ উদ্ধার করার পর পরিচয় শনাক্ত হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে, পরিবারের পক্ষ থেকে এখনও কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম/ওয়াইএইচ
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন