31 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

বিএনএ ডেস্ক : আগামী ২ জুন জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন বসছে । রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিব্শেন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিবেশনটি শুরু হবে ২ জুন বিকেল ৫টায়। আর বাজেট পেশ হবে পরদিন ৩ জুন বৃহস্পতিবার। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশনের সংক্ষিপ্ত আকারে হবে।

গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন । সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তাফা কামাল।
বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ব্রিটিশ প্রতিষ্ঠানের এমবিবিএস কোর্সে ভর্তির প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি পটিয়ায় ৪ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা টেকসই সংস্কার সাধনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালাছে ইসরায়েল নবনির্মিত যমুনা রেলসেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে আজ আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল অন্তর্বর্তী সরকার