28 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » স্কুলড্রেস না পরায় মারধর; হিজাবের বিষয়টি গুজব: তদন্ত কমিটি

স্কুলড্রেস না পরায় মারধর; হিজাবের বিষয়টি গুজব: তদন্ত কমিটি

স্কুলড্রেস না পরায় মারধর; হিজাবের বিষয়টি গুজব: তদন্ত কমিটি

বিএনএ, ঢাকা: নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে আমোদিনী পালের বিরুদ্ধে হিজাব পরার কারণে ছাত্রীদের মারধরের অভিযোগ গুজব। ছাত্রীদের স্কুলড্রেস না পরায় মারধর করা হয়। এমন তথ্য জানিয়েছেন তদন্ত কমিটি।

স্থানীয় প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্কুলটিতে শিক্ষার্থীদের পিটুনি দেয়া হয় স্কুলের নির্ধারিত পোশাক না পরায়। স্কুল ব্যবস্থাপনা কমিটির ও শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধই এ ঘটনার মূল কারণ বলেও উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে।

গত বুধবার ওই বিদ্যালয়ে মুসলিম ছাত্রী ছাড়াও মুসলিম ছাত্র ও সনাতন (হিন্দু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস পরে না আসায় বেত্রাঘাত করেন দুই শিক্ষক। তবে শুধু শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে হিজাব পরার কারণে ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্কুল ড্রেস না পরায় কয়েকজন শিক্ষার্থীকে দুই শিক্ষক বেত্রাঘাত করেন। হিজাব পরার কারণে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে, এমন তথ্য তদন্ত প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ