33 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়ায় গলায় ফাঁস দিয়ে ফাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাস্তুহারা এলাকায় এ ঘটনা ঘটে।ফাহিম ওই এলাকার আবু তাহেরের ছেলে।

সূত্র জানায়, কি কারণে ফাহিম আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ফাহিম দিনমজুরের কাজ করতেন। পারিবারে আর্থিক অসচ্ছলতা ছিল। তবে এ নিয়ে কখনও ঝামেলা হয়নি।

বাকলিয়া থানা সূত্রে জানা যায়, নিজ বাসায় গলায় গামছা প্যাঁচিয়ে ফাহিম আত্মহত্যা করার চেষ্টা করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ