বিএনএ, রাঙামাটি: রাঙামাটির রাজস্থলীতে গর্ভের শাবকসহ একটি মা হাতির মৃত্যু হয়েছে। হাতিটি গর্ভবতী ছিল- তাই ধারণা করা হচ্ছে প্রসবকালে হাতিটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের যুগেজপাহাড়সংলগ্ন কাইথাকপাড়া এলাকা থেকে মৃত শাবকসহ মরা হাতির দেহ উদ্ধার করে বন বিভাগ। এর আগে সকালের দিকে বন বিভাগের স্থানীয় রেঞ্জে খবরটি দেন স্থানীয়রা।
জানা যায়, এদিন সকালে ওই এলাকার পাশে জঙ্গলে মরা হাতির দেহ দেখতে পান এলাকার মানুষ। এতে সঙ্গে সঙ্গে বন বিভাগের রাজস্থলীর রাজভিলা রেঞ্জে খবরটি দেন তারা।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, সকালে বনের ভেতর মৃত শাবকসহ মা হাতির মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয়রা। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত শাবকসহ মরা হাতির দেহ উদ্ধার করেন।
কাপ্তাই পাল্পউড বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে দেখা যায় বাচ্চা প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক আটকে যায়। এতে মা হাতি ও শাবকের মৃত্যু ঘটতে পারে। বন বিভাগের লোকজন ঘটনাস্থল গিয়ে মরা হাতির দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর মৃত্যুর বিষটি নিয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে বন্যহাতির মৃত্যু সংক্রান্ত বন বিভাগের প্রাথমিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মার্চ সকাল ১০টার দিকে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের গভীর বন এলাকার পাশে কাইথাকপাড়ার যুগেজপাহাড়ে একটি হাতি মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজভিলা রেঞ্জের কর্মকর্তা ফিরোজ আল আমিনের নেতৃত্বে রাজস্থলী ভেটেরিনারির সার্জেন্ট প্রতিনিধি চিরঞ্জিত চাকমাসহ বন বিভাগের স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত গিয়ে হন। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হকের দিক-নির্দেশনায় মৃত হাতির নমুনা সংগ্রহ করা হয়। এ সময় মৃত হাতিটির চারপাশে অন্যান্য হাতির চলাচলের চিহ্ন দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি একটি হাতির পালের অংশ ছিল।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৯টি হাতির একটি পাল ওই এলাকায় বিচরণ করছিল, যার মধ্যে থেকে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটি মা হাতি এবং এটি গর্ভবতী ছিল। হাতিটির বয়স ১৮ থেকে ২০ বছর হতে পারে বলে ধারণা। হাতিটির শারীরিক পরিমাপ হলো দৈর্ঘ্য ৯ ফুট ৪ ইঞ্চি, মাথা থেকে শরীর ৭ ফুট, সামনের পা লম্বায় ৪ ফুট, বেড় ৩৬ ইঞ্চি, পেছনের পা লম্বায় ৩ ফুট ৪ ইঞ্চি, বেড় ২৬ ইঞ্চি, লেজ লম্বায় ৪২ ইঞ্চি, বেড় ৭ ইঞ্চি ও পেটের মাপ ১৪ ফুট।
এতে বলা হয়, মৃত হাতির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজস্থলী থানার ওসিকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে। হাতির মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয়ের জন্য ময়নাতদন্তসহ অন্যসব প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। গর্ভবতী হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। পরিবেশগত ভারসাম্য ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করতে বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মা হাতি উদ্ধারকালে গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, ৬নং ওয়ার্ড সদস্য হ্লামংচিংসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/ বিএম