35 C
আবহাওয়া
৭:২৮ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সংঘর্ষের ঘটনায় রাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

সংঘর্ষের ঘটনায় রাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত


বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও বিনোদপুরের স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায়, রাবিতে আগামী দুই দিন (রবিবার ও সোমবার) ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৫ প্লাটুন বিজিবি নামানো হচ্ছে বিনোদপুর গ্রামে। ঘটনার সুষ্ঠু তদন্ত চায় প্রশাসন।

প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বাস থেকে বিনোদপুর নামেন। বাসের ড্রাইভার ও হেলপার তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলে সে তার বন্ধুদের ডেকে আনেন বিনোদপুর। পরে তার বন্ধুরা ড্রাইভার ও হেলপারকে মারধর করে।  এসময় স্থানীয় কয়েকজন মিলে শিক্ষার্থীদের একজনকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে বিনোদপুর গেটের পাশের বেশ কয়েকটি দোকান ও বিনোদপুর গেটের পুলিশ ফাঁড়ি।

বিএনএনিউজ/সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ