30 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় সংসদের ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

অস্ট্রেলিয়ায় সংসদের ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব


বিএনএ, বিশ্বডেস্ক : সংসদে সাধারণত দেশের উন্নয়ন, রাজনীতি, সমাজ নিয়ে আলোচনা চলে। অস্ট্রেলিয়ার সংসদে ঘটল ভিন্ন রকম ঘটনা।

সংসদ সদস্য নাথান ল্যাম্বার্ট সংসদে উদ্বোধনী ভাষণ দেয়ার সময়ই সঙ্গিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন। বুধবার তিনি এমন করেন। তার কীর্তি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে।

ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত।

তার এই কথায় সংসদের উভয় দিকে বেঞ্চ থেকে সংসদ সদস্য তুমুল করতালি দিতে শুরু করেন। এর পরই ল্যাম্বার্ট বলেন, আমি এই মুহূর্তে আংটিটা আনিনি।

তিনি বলেন, কেননা এখানে কোনো প্রপস আনার অনুমতি নেই। কিন্তু জিনিসটা গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। তিনি ছাড়া আংটিটি আর কেউ খুঁজে পাবে না।

এই এমপি জানান, রাতে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ার পর ক্লান্তিতে তাদের লুটিয়ে পড়ার মাঝখানের মিনিট দশেক সময়ের মধ্যেই আংটিটি বের করার একটা রোম্যান্টিক প্ল্যান রয়েছে তার।

ল্যাম্বার্ট ও নোয়া লিভ-ইন সম্পর্কে আছেন। তাদের দুই সন্তান আছে। কিন্তু একসঙ্গে থাকলেও তারা বিয়ে করেননি। এবার ল্যাম্বার্টের প্রস্তাবে নোয়া সাড়া দেয়ায় বিয়েটা সময়ের অপেক্ষা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ