28 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ‘রবিবার দেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ’

‘রবিবার দেশে পৌঁছাবে হাদিসুরের মরদেহ’

হাদিসুর রহমান

বিএনএ ডেস্ক, ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার দেশে পৌঁছাবে ইউক্রেনে নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ।

শুক্রবার (১১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করে মন্ত্রণালয়। জানানো হয় রবিবার দুপুরে টার্কিশ কার্গো বিমান-৬৫৬০ এ দেশে পৌঁছাবে তার মরদেহ।

এর আগে ফেসবুকে দেয়া পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, ইউক্রেন থেকে মলদোভা নেয়া হয়েছে হাদিসুর রহমানের কফিন। মলদোভা থেকে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে নেয়া হবে তার মরদেহ। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩ বা ১৪ তারিখ দেশে পৌঁছাবে কফিন।

গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেনের অলিভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। সেই হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পর পণ্য বোঝাই না করে দ্রুত ফেরার নির্দেশনা দেয় শিপিং করপোরেশন। তবে শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বের হতে পারেনি বাংলাদেশি জাহাজটি।

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক বুধবার দুপুরে দেশে ফিরেছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ