30 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী মাদরাসার সামনে ট্রাকের ধাক্কায় সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সামান্তার বন্ধু নিলয় বলেন, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন। রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে আমাকে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। পরে মিরপুরের বাসায় মোটরসাইকেলে ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। আমি ও সামান্তা ছিটকে পড়ে গুরুতর আহত হই। পরে দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সামান্তা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ