17 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আগুনে পুড়লো ১১ বাস

চট্টগ্রামে আগুনে পুড়লো ১১ বাস

চট্টগ্রামে আগুনে পুড়লো ১১ বাস

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আকবরশাহ থানাধীন কর্নেলহাটএলাকায় একটি বাসের ডিপুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ডিপুতে থাকা অন্তত ১১টি পুরানো বাস পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিডিএ-১ নম্বর আবাসিক এলাকায় বাগদাদ পরিবহন কোম্পানীর বেশ কিছু পরিত্যাক্ত পুরানো বড় বাসের ডিপুতে আগুন লাগে। আগুন দ্রুত পুরো ডিপুতে ছড়িয়ে পড়ে। এতে সিডিএ আবাসিক এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, সিডিএ আবাসিকের একটি গাড়ী রাখার ডিপুতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিত্যক্ত ১১টি গাড়িতে আগুন লেগেছে। এর মধ্যে ৯টি গাড়ি বেশি পুড়ে গেছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ