36 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ মারা গেছেন

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ মারা গেছেন

হামিদ

বিএনএ, বিশ্ব ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অবশ্য পাঁচ দিন আগেই তিনি ৫৬তম জন্মদিন পালন করেছিলেন।

বুধবার (১০ মার্চ) জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হামিদ বাকায়োকো সেখানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। খবর বিবিসি।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। তরুণদের কাছে এক উদাহরণ এবং অনুকরণীয়।

গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য ফ্রান্সে যান প্রধানমন্ত্রী হামিদ। এরপর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় জার্মানিতে। সাবেক এই সংবাদমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও।

এর আগে গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ