বিএনএ: ৩ মাস ২২ দিন পর বান্দরবানের রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা রিজিয়নের অনুরোধের ভিত্তিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিল করা হলো। রুমা উপজেলা ব্যতীত বান্দরবানের বাকী সব উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে।
২০২২ সালের ১৮ ই অক্টোবর পাহাড়ে নিরাপত্তাবাহিনীর জঙ্গি বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।
রোয়াংছড়ি উপজেলায় দেবতাকুম শীলবান্ধা ঝর্নাসহ বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে প্রতিদিন শত শত পর্যটক ভ্রমণে যায়। কিন্তু গত ১০ অক্টোবর থেকে পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান শুরু হলে সেনাবাহিনীর অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৮ ই অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।
এর পর থানচি ও আলিকদম উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে থানচি ও আলিকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও রুমা ও রোয়াংছড়িতে নিষেধাজ্ঞা জারি ছিল। তবে বর্তমানে রুমা ছাড়া সব উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে।
বিএনএনিউজ/এ আর