26 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » করোনা কমলে সময় বাড়তে পারে প্রাণের মেলার

করোনা কমলে সময় বাড়তে পারে প্রাণের মেলার


বিএনএ, ঢাকা : করোনা সংক্রমণ কমে গেলে সময় বাড়তে পারে অমর একুশে গ্রন্থমেলার। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানান সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের উর্ধ্বগতি থাকায় এবছর মেলার সময় দুই সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা যায়নি। তবে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসলে মেলার সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কে এম খালিদ জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি ভার্চুয়ালি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত। রাত ৮টার পর কোনো দর্শনার্থী মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টায়। তবে ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়।

এবছর বইমেলায় প্রবেশ করতে সবাইকে করোনা টিকা সনদ দেখানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Loading


শিরোনাম বিএনএ