25 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ওয়ারীতে খন্ডিত মরদেহ উদ্ধার

ওয়ারীতে খন্ডিত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারী স্বামীবাগের একটি বাড়ির চারতলা থেকে এক ব্যাক্তির  খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সজিব হাসান (৪২)। তিনি সায়েদাবাদ বাস টার্মিনালে বাস কাউন্ডারে কাজ করতেন।এ ঘটনায় শাহনাজ পারভিন নামে এক নারীকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।
বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) সকালের দিকে স্বামীবাগের কে এম দাস লেন এলাকার একটি বাড়ির চারতলা থেকে সজিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

ওয়ারী ডিভিশনের (ডিসি) শাহ ইফতেখার আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই চারতলা থেকে সজীবের পাঁচ খণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়। আটক নারীর সঙ্গে সজীবের পরকীয়া সম্পর্ক ছিল।ওই নারী বুটিকের কাজের কথা বলে প্রায়ই সজীবের বাসায় আসতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, টাকা-পয়সার বিষয় নিয়ে সজিবের সঙ্গে তার ঝগড়া হয়।এক পর্যায়ে ছুরি দিয়ে ওই নারীকে আঘাত করেন সজিব। এতে ওই নারীর হাত কেটে যায়। পরে পারভীন ছুরি কেড়ে নিয়ে সজিবের শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এতে সজীব ঘটনাস্থলে মারা যান। পরে তার দুই পা, দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেন। স্হানীয়দের মাধ্যমে আমরা সংবাদ পেয়ে সজিবের মরদেহ উদ্ধার করি। ’

বিএনএ/ আহা, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ