বিএনএ, আদালত প্রতিবেদক : আয়কর ফাঁকির অভিযোগে মানবতাবিরোধী অপরাধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ বিচারিক আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিলো।কিন্তু সাক্ষী অসুস্থ থাকায় আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ঠিক করেন।
মামলায় এখন পর্যন্ত এক জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করে। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীই একমাত্র আসামি।
বিএনএ নিউজ/এসবি, জেবি