14 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

বিএনএ ডেস্ক : সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানার অগ্নিকাণ্ডে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে।বাংলাদেশ সময় বুধবার (১০ ফেব্রুয়ারী)ভোরে উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় এ আগুন লাগে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে ।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে কয়েকজনের  পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত,মহেশখালীর জালাল আহমেদে এর ছেলে ইসহাক মিয়া,  একই এলাকার আবদুল আজিজ ও রফিকউদ্দীন।

বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় দমকলবাহিনী দুর্ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ