21 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » শীতার্তদের রাঙামাটি জেলা পুলিশের শীতবস্ত্র উপহার

শীতার্তদের রাঙামাটি জেলা পুলিশের শীতবস্ত্র উপহার


বিএনএ, রাঙামাটি : রাঙামাটিতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায়ের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র উপহার দিয়েছেন রাঙামাটি জেলা পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) কোতোয়ালি থানা প্রাঙ্গণে তিন শতাধিক শীতার্তদের মাঝে এ উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

উপহার পেয়ে শীতার্তরা বলেন, রাঙামাটিতে শীতের তীব্র বেড়ে যাওয়ায় তারা কষ্ট পাচ্ছেন। এমন সময় উষ্ণতা ছড়াতে জেলা পুলিশের কার্যক্রম প্রশংসনীয়। তারা শীতবস্ত্র পেয়ে অনেক খুশি। শীতার্তদের পাশে দাঁড়াতে জেলা পুলিশের এমন উদ্যোগ বলে জানা যায়।

এ সময় রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজবিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ