বিএনএ: বিশ্ব ইজতেমায় বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার (১১ জানুয়ারি) সকালে টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আইজিপি বলেন, ইজতেমায় যোগ দেয়া বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন বিভাগ এবং ইজতেমা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে।
এয়ারপোর্ট থেকে তুরাগ পর্যন্ত সবখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ইজতেমার সামগ্রিক নিরাপত্তায় পুলিশ ও র্যাব বাহিনী এবং গোয়েন্দা সংস্থা ছাড়াও আকাশ পথে হেলিকপ্টার টহল থাকবে। সেই সঙ্গে ময়দানে রয়েছে বিভিন্ন ওয়াচ টাওয়ার।
আবদুল্লাহ আল মামুন বলেন, এবারের বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের তাবলীগের মুরুব্বিদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। এর আগে বিদেশি মেহমানদের খিত্তা পরিদর্শন করেন তিনি।
গাজীপুরের টঙ্গীতে ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। এরইমধ্যে ইজতেমা ময়দানের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
বিএনএ/এ আর