24 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » অনুর্ধ্ব ১৯ নারী টি-২০ বিশ্বকাপ : আজকের খেলা বাংলাদেশ বনাম ভারত

অনুর্ধ্ব ১৯ নারী টি-২০ বিশ্বকাপ : আজকের খেলা বাংলাদেশ বনাম ভারত

ICC U19 Women's T20 World Cup 2023

স্পোর্টস ডেস্ক:  আইসিসি অনুর্ধ্ব ১৯ নারী টি-২০ বিশ্বকাপ -২০২৩ সাউথ আফ্রিকার(ICC U19 Women’s T20 World Cup 2023) ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশ নারী দল ভারতের নারী দলের(BANGLADESH U19S V INDIA ) মুখোমুখি এখন।
বুধবার(১১জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টায় সাউথ আফ্রিকার জোহান্সবার্গে এ খেলা শুরু হয়।

বাংলাদেশ দল-অনুর্ধ্ব ১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৩
বাংলাদেশ দল-অনুর্ধ্ব ১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৩

আইসিসি অনুর্ধ্ব ১৯ নারী টি-২০ বিশ্বকাপ -২০২৩ সাউথ আফ্রিকার এর প্রথম ম্যাচে ১৪ জানুয়ারি বাংলাদেশ অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। তাছাড়া ১৬ জানুয়ারি শ্রীলংকা, ১৮ জানুয়ারি ইউএসএর বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের নারীরা।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন: দিশা বিশ্বাস( অধিনায়ক), স্বর্ণা আকতার(সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আকতার, দিলারা আকতার, মিষ্টি রাণী সাহা, রিয়া আকতার শিখা, সুমাইয়া আকতার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, উন্নতি আকতার, দিপা খাতুন, লেখি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, ইভা। অতিরিক্ত খেলোয়াড়: সুবর্ণ কর্মকার, নিশিতা আকতার নিশি, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ