24 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে অবস্থান কর্মসূচিতে বিএনপি-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া

ময়মনসিংহে অবস্থান কর্মসূচিতে বিএনপি-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসুচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণের শব্দ শুনা যায়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির মঞ্চের ২০০ গজের দুরে এই ঘটনা ঘটে। ওই দিন সকাল ১১ টায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিএনপি নেতাদের মতে, সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরিকিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দা লাঠি নিয়ে হামলা করে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা। পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করলে হামলাকারিরা পিছু হটে।

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, আমি সকাল থেকেই বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

বিএনএ /হামিমুর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ