21 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মালিবাগে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

বিএনএ, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত‌দের প‌রিচয় এখন পর্যন্ত জানা যায়‌নি। আহতদের উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠনো হয়েছে।

বিএনএ /এমএফ

Loading


শিরোনাম বিএনএ