বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের নানগারহার প্রদেশে মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত ও অপর ৪জন আহত হয়েছে।
আফগান নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ মাধ্যম আলজাজিরাকে জানান, খাদ্য সামগ্রী বিক্রি করা একটি মালবাহী গাড়ি ঘিরে শিশুরা জড়ো হলে পুরনো মর্টার শেলটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়।
আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েক দশকের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে বহু অবিস্ফোরিত ল্যান্ড মাইন বিভিন্ন স্থানে পরে রয়েছে। মাঝে মাঝে এ সব বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
তা ছাড়া জঙ্গিগোষ্ঠী আইএস এর স্থানীয় একটি তালেবান বিরোধী গ্রুপ ISKP (ISIS-K) বর্তমানে আফগানিস্তানে ক্ষুদ্র জাতিগোষ্ঠি ও সংখ্যা লঘু ইসলামী জাতিদের মসজিদে ও আবাসিক এলাকায় মাঝে মাঝে আত্মঘাতি বোমা হামলা চালায়।
গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়।
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
বিএনএ নিউজ ২৪,জিএন