16 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে আইল্যান্ডে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

গাজীপুরে আইল্যান্ডে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২


বিএনএ ডেস্ক :গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে।  রোববার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ইব্রাহিম (৩৬)। তাদের সর্ম্পকে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকাগামী একটি প্রাইভেটকার  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘন কুয়াশায় মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বিএনএ/,রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ