16 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে আবাসিক হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার

রাজধানীতে আবাসিক হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার


বিএনএ,ডেস্ক : রাজধানী মতিঝিলের কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক হকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে মতিঝিল কমলাপুরের আল-ইনসাফ আবাসিক হোটেলের চারতালার একটি রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় রাত সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই হোটেলের রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি নিহত ব্যক্তি গত ৭ তারিখে ওঠেন। সিসি ফুটেজ দেখে জানা যায় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন। মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেকে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাগিনা ফয়েজ জানান, আমার মামা মতিঝিলের কমলাপুরে হকারি করতেন। অনেক দিন ধরেই গ্রামের বাড়িতে যেতেন না। হোটেলের সিসি ফুটেজ দেখে জানতে পারি মামা বিবস্ত্র অবস্থায় ওই রুমে পড়েছিল। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার করে। কি ভাবে মারা গেছেন তা বলতে পারবো না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ