25 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ে বাড়ীতে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ : আহত ১৫

বিয়ে বাড়ীতে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ : আহত ১৫


বিএনএ ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন- খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা,মিন্টু, ফজলু ও মিজানুর।

কয়েকজন আহত জানান, গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সে সময় ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানোর জন্য সমস্যা হচ্ছিল। ফিরোজ হোসেন শাকিলকে মাইক বাজাতে নিষেধ করে। এতে শাকিলের লোকজন ফিরোজের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শাকিলের লোকজন ফিরোজকে মারতে থাকে। এ সময় আমরা তাকে ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে তারা।

শৈলকুপা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সেসময় ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানো হলে প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএননিউজ/আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ