27 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ হতে কৃষিপণ্য আমদানিতে অস্ট্রেলিয়ার আগ্রহ

বাংলাদেশ হতে কৃষিপণ্য আমদানিতে অস্ট্রেলিয়ার আগ্রহ

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন

ঢাকা: ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন বাংলাদেশ হতে কৃষিপণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার অনুরোধ করার জানিয়েছেন। সে সাথে হাইকমিশনার কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরো সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

রবিবার(১০ নভেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ কালে  ভারপ্রাপ্ত হাইকমিশনার এই আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত হাইকমিশনার দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অস্ট্রেলিয়ার কৃষিখাতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার প্রস্তাব

কৃষি উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানো সম্ভব। বিশেষ করে শাক-সবজি, আম এসব কৃষিপণ্য রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক। তাই আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে।

উপদেষ্টা কৃষি গবেষকদের বৃত্তির মাধ্যমে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিতে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে অনুরোধ করেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন। মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে উপদেষ্টা এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ্যক রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ারও আহ্বান জানান।

এসময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত