ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। প্রথম আট ম্যাচের ৬টিতে জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার(১০ নভেম্বর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেলা আড়াইটায় খেলা শুরু হয়েছে।
সেমিফাইনাল নিশ্চিত হলেও জয়ের ব্যাপারে আশাবাদী প্রোটিয়ারা। অন্যদিকে চার ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার আশা এখনও টিকিয়ে রেখেছে আফগানিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে জিতলে চতুর্থ দল হিসেবে খেলার সম্ভাবনা টিকে থাকবে জাদরান, রাশিদদের।
এমন ম্যাচে আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ নিয়েই এ দিন মাঠে নামছে আফগানরা। প্রোটিয়া একাদশে এসেছে দুইটি পরিবর্তন।বিশ্রাম দেওয়া হয়েছে তাবরাইজ শামসি ও মার্কো ইয়ানসেনকে। দলে ঢুকেছেন জেরাল্ড কোয়েটজি ও আন্দিলে পেহলুকোয়াও।
আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নূর আহমেদ, নবীন-উল হক
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, আন্দিলে পেহলুকোয়াও, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি
বিএনএ/ ওজি