36 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইংল্যান্ডকে ১৬৯ রান টার্গেট দিয়েছে ভারত

ইংল্যান্ডকে ১৬৯ রান টার্গেট দিয়েছে ভারত

ইংল্যান্ডকে ১৬৯ রান টার্গেট দিয়েছে ভারত

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ১৬৯ রান টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর ২টা খেলা শুরু হয়। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জজ বাটলার।

উদ্বোধনী জুটিতে তেমন সুবিধা করতে পারে নি ভারত। দলীয় ৯ রানের মাথায় ৫ বলে ৫ রান করে ওকসের বলে সাজ ঘরে ফেরেন ওপেনার কে এল রাহুল। দলীয় ৫৬ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন জর্ডান। ২৮ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ৭৫ রানের মাথায় তৃতীয় আঘাত করেন আদিল রশিদ। ১০ বলে ১৪ রান করা সুরাইয়া কুমারকে সাজ ঘরে ফেরান তিনি।

উইকেট শিকারের পর ইংল্যান্ড দলের উল্লাস
উইকেট শিকারের পর ইংল্যান্ড দলের উল্লাস

১৩৬ রানের মাথায় চতুর্থ উইকেট তুলে নেন জর্ডান। ৪০ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ১৫৮ রানের মাথায় রান আউটের শিকার হন রিশব প্যান্ট। ৪ বলে ৬ রান করেন তিনি। ১৬৮ রানের মাথায় ৩৩ বলে ৬৩ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত বিনা রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান ৩টি এবং ১টি করে উইকেট শিকার করেন আদিল রশিদ ও ক্রিস ওকস।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ