৯:১২ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ৩ দিনের মধ্যে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

৩ দিনের মধ্যে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

৩ দিনের মধ্যে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

বিএনএ, ঢাকা : বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী তিনদিনের মধ্যে বন্ধ হচ্ছে ‘সিটিং ও গেটলক সার্ভিস। এসময়ের পর থেকে সড়কে এ ধরনের কোনো সার্ভিস নিয়ে বাস চলাচল করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংবাদ সম্মেলনে এ কথা বলেন । তিনি জানান, ‘আগামী তিনদিনের মধ্যে ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হবে। তখন বিআরটিএর নির্ধারিত ভাড়া কার্যকর হবে সাধারণ বাসে। অতিরিক্ত ভাড়া যাতে নিতে না পারে সেজন্য মালিক-শ্রমিকদের সমন্বয়ে ১১টি ভিজিল্যান্স টিম মাঠে থাকবে।‘

পরিবহন মালিক সমিতির মহাসচিব আরও জানান, ‘সিটিং সার্ভিসে এমনিতেই কোনো নিয়মনীতি নেই। তারা নিজের মতো করে যাত্রী পরিবহন করে। এতে ভোগান্তি বাড়ে যাত্রীদের। তাই সিটিং বা গেটলক সার্ভিস থাকছে না।‘

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ