24 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ছাড়লেন শহিদুল আলম

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ছাড়লেন শহিদুল আলম


বিএনএ : বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে বহনকারী একটি ফ্লাইট শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে বলে জানিয়েছে তুর্কি সূত্র। তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৬৯২১ স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ