23 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পিঁপড়ার বিষ খেয়ে আনোয়ারায় শিশুর মৃত্যু 

পিঁপড়ার বিষ খেয়ে আনোয়ারায় শিশুর মৃত্যু 


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে পিঁপড়ার ওষুধ খেয়ে মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদের পিতার নাম সাজ্জাদ হোসেন।

জানা যায়, গত রোববার (৮ সেপ্টেম্বর) সকাল দশটার সময় ঘরের মধ্যে রাখা পিঁপড়ার ঔষধ খেয়ে ফেলে। পরে শিশু মোহাম্মদ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়।

এদিকে সাজ্জাদ ও রনি দম্পতির ঘর আলোকিত করে রাখা সদাহাস্যজ্বল শিশু মোহাম্মদের মৃত্যুতে পুরো এলাকা শোকের ছায়া নেমে এসেছে। পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে। শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ইলিয়াস খোকন জানান, আমার এলাকায় এক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আমি পরিবারের সাথে যোগাযোগ রাখছি এবং খোঁজ খবর নিচ্ছি।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ