16 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হাটহাজারীতে ছাদ থেকে পড়ে আহত কলেজছাত্রীর মৃত্যু

হাটহাজারীতে ছাদ থেকে পড়ে আহত কলেজছাত্রীর মৃত্যু

হাটহাজারীতে ছাদ থেকে পড়ে আহত কলেজছাত্রীর মৃত্যু

বিএনএ, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত পূজা চক্রবর্তী (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পূজা চক্রবর্তী পৌরসভার মিরেরখীল এলাকার ডা. জগদীশ চক্রবর্তীর কন্যা ও হাটহাজারী কলেজের বিএমআই প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিহতের পিতার বন্ধু মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ৪ সেপ্টেম্বর পূজা চক্রবর্তীর বিবাহের দিন ধার্য্য ছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে নিজের বিয়ের অনুষ্ঠানে নাচ গানের আসরে অংশ নিতে কাজিনদের রিহার্সেল করাচ্ছিল পূজা। এক পর্যায়ে তার মোবাইলে রিং আসলে তা রিসিভ করে কথা বলতে বলতে দ্বিতীয় তলার বাসার ছাদে যায় সে। ছাদে রেলিংয়ে বসে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে টানা ৯দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ