27 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে শাহপরানের মাজারে হামলা: আহত বেড়ে ১৫

সিলেটে শাহপরানের মাজারে হামলা: আহত বেড়ে ১৫

সিলেটে শাহপরানের মাজারে হামলা: আহত বেড়ে ১৫

বিএনএ, সিলেট: সিলেটের হযরত শাহপরান (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। হামলাকারীরা মাজারে অবস্থানরত ভক্তদের মারধর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত রোববার থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরশ চলছে। ওরশকে কেন্দ্র করে যাতে অসামাজিক কোনো কার্যক্রম না হয় সে জন্য স্থানীয় ছাত্র-জনতা প্রতিদিনই নজরদারি করছিল। সেই ধারাবাহিকতায় গতকাল রাতেও তারা মাজারে তাদের নজরদারি চালাচ্ছিল। এমন পরিস্থিতিতে ওরশে আসা মাথায় লাল কাপড় বাঁধা একদল লোক বিনা উসকানিতে ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

হামলার খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকাসহ জৈন্তাপুর উপজেলা থেকেও লাঠিসোঁটা নিয়ে শতাধিক লোক মাজারে আসে। চড়াও হয় ওরশপন্থীদের ওপর। ভেঙে দেয় ওরশপন্থীদের বানানো তাঁবু। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ