29.4 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - জুলাই ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ‘রানী দ্বিতীয় এলিজাবেথ দারুণ একটা জীবন পার করেছেন’

‘রানী দ্বিতীয় এলিজাবেথ দারুণ একটা জীবন পার করেছেন’


বিএনএ বিশ্বডেস্ক :   ব্রিটেনের কিং চার্লস ফিলিপ আর্থার জর্জ বলেছেন, ‘রানী এলিজাবেথ ভালোভাবে জীবনযাপন করে গেছেন।  তার মৃত্যুতে আমরা শোকাহত। আমার প্রিয় মা, আপনি আমার প্রিয় প্রয়াত বাবার সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনার শেষ যাত্রা শুরু করেছেন, আমি কেবল এটি বলতে চাই: আপনাকে ধন্যবাদ। ’

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর)  জাতির উদ্দেশে ভাষণ দেওয়া ভাষণে তিনি  এসব কথা বলেন । ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজত্বের দায়িত্বভার পড়েছে তার কাঁধেই।

তিনি বলেন, ‘বুকে অনেক কষ্ট নিয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। পুরো রাজপরিবারের পক্ষ থেকে আমি গভীর শোকানুভূতি নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। আমার মা যে অঙ্গীকারের মধ্য দিয়ে তার রাজত্বের সূচনা করেছিলেন, আমিও নতুন করে সেই একই অঙ্গীকার করছি।’

রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আমি সম্মান, মর্যাদা ও ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করে যাবো। এটা আমার অঙ্গীকার।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ