বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাসা থেকে গ্রেপ্তার -জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন-জেএমবির সদস্য হিসেবে কাজ করে আসছেন। এই আসামি আত্মঘাতী কাজে জড়ানোর জন্য ও জিহাদের জন্য প্রচ্ছন্ন হুমকি প্রদান এবং ধর্মীয় উগ্রবাদী বই সংগঠনের সদস্যদের মধ্যে সরবরাহ করতেন। এই আসামিকে নিয়ে ব্যাপক অভিযান পরিচালনা করলে আসামির কাছ থেকে সহযোগী ও পলাতক আসামিদের নাম-ঠিকানা উদ্ধার এবং অর্থ যোগানদাতাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। তাই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র্যাব এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করে।
বিএনএ/ ওজি