21 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ১৬২ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

১৬২ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬২ রান করতে হবে। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

ব্যাটিংয়ে রীতিমত ঝড় বইয়ে সফরকারী দলের দুই ওপেনার। উদ্বোধনীতে জুটিতে আসে ৫৮ রান, এরমধ্যে অ্যালেন একাই করেন ৪১ রান। মাত্র ২৪ বলের মোকাবেলায় হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা।

শরিফুল ইসলাম অ্যালেনের পর সাজঘরে ফেরান রবীন্দ্রকেও। রবীন্দ্র ১২ বলে ১৭ রান করেন রবীন্দ্র, হাঁকান ৩টি চার। এরপর শ্লথ হয়ে যায় কিউইদের রানের গতি। এই সুযোগে বাংলাদেশ ৮৩ রানের মধ্যে আরও দুটি উইকেট শিকার করেন। চাপ সামলাতে ধীরস্থির ব্যাটিং শুরু করেন অধিনায়ক টম ল্যাথাম। তবে শেষদিকে তিনিও চড়াও হন। পূর্ণ করেন অর্ধশতকও।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান।

সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ১৬১/৫ (২০ ওভার)
ল্যাথাম ৫০*, অ্যালেন ৪১, নিকোলস ২১, রবীন্দ্র ১৭
শরিফুল ৪৮/২, আফিফ ১৮/১, নাসুম ২৫/১, তাসকিন ৩৪/১

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ