27 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শুধু ঢামেক হাসপাতালে নেয়ার পরই ১৯১জন কে মৃত ঘোষণা!

শুধু ঢামেক হাসপাতালে নেয়ার পরই ১৯১জন কে মৃত ঘোষণা!


দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় রাজধানীসহ আশপাশের এলাকা থেকে গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত মুমূর্ষু ও অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা ১৯১জনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে আবার অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ সময়ে আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন  প্রায় ১৯৬৫ জন। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যান। গুরুতর আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয় ।

ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের টিকিট কাউন্টার, ইসিজি বিভাগ ও মর্গের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীদের সূত্রে এসব বিষয়গুলো জানা গেছে। হাসপাতালের নিহতদের মধ্যে রয়েছেন,সাংবাদিক ৩জন,পুলিশ সদস্য ২৪জন,আনসার সদস্য ৩ জন,র‍্যাব সদস্য ২জন,বিজিবি ১ জন,শিক্ষার্থী ২৯ জন,ব্যবসায়ী১৮ জন,চাকরিজীবি ১৩ জন,শ্রমিক ৯জন,অজ্ঞাতনামা ৯ জন,কর্মচারী ২৪ জন,রিকশা/ভ্যান চালক ৮জন,ড্রাইভার ৪ জন,অন্যান্য(অজ্ঞাত)৪৪জন ।

গত ১৭ জুলাই থেকে ৯ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত রাজধানী সহ আশেপাশের এলাকায় সংঘর্ষে নিহত হন তারা। নিহতদের মধ্যে শিশু, কিশোর, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ , আনসার, বিজিবি,র‍্যাব,ব্যবসায়ী, প্রকৌশলী , চাকরিজীবী ও সাধারণ কর্মজীবীও রয়েছেন।নিহতরা হলেন,শাহজাহান(২৫),সবুজ আলী(২৫),জাফর হাওলাদার (৪৫),মেহেদী হাসান(২৬), নাজমুল(৩৪),ওয়াসিম শেখ(৩৮), আব্দুল্লাহ(২০),পারভেজ(২৩),জিহাদ হাসান(২২),নাইম হাওলাদার (২০), ইব্রাহিম(১৩),আরিফ(১৮),রবিউল ইসলাম (২৭),শাহজামাল(২৬), মো. গিয়াসউদ্দিন (৫৮), রাব্বী আলম পাভেল(২৫),মো. শুভ(১৯),জুয়েল শেখ(২২), নবীন তালুকদার (৪০),কামাল(৪০), মোবারক (৩৫),রনি আলামিন(২৩), শাকিল(২২),কবির(৩৪), তাহির জামাল প্রিয়(২৭), মুক্তাদির(৪৮),গনি শেখ(৪৫), ওমর ফারুক (২৩),হাসান(১৮), আব্দুল ওয়াদুদ(৪৫), মোবারক(১৩),টিটু(৩৩),ওয়াসিম(২৫),ইফতি(১৬),সোহাগ(১৯),খালিদ হাসান সাইফুল্লাহ(১৮), দুলাল৪০),মাসুদ(৪০), রাকিব(২৩),আকরাম খান রাব্বী(২৮), আব্দুল্লাহ আল আবীর(২৪),আব্দুল আহাদ(৪),আলী হোসেন(৪০),ইমাম হোসেনতাইম(১৯),মারুফ হোসেন (২০), ইমন(২৬), মোশারফ(৩৮), রাজিব হোসেন(৩০),শাহরিয়া বিন মতিন(১৯),সোহাগ(২৫),জাকির হোসেন(৩৬), আহাদুল( ১৫),মেহেদী(২০),হোসাইন(১০),জিসান(২০), আরিফ(২৮),ইউসুফ মিয়া(৩৫),কামরুল ইসলাম(১৭), হান্নান(২৯), তৌফিদুল ইসলাম(৪৫),ইউনুস আলী(১৬),হাবিব(৪৫), শাকিল (২০),ইমরান(১৬),আব্দুল লতিফ (৪০),মনির হোসেন(২৮),রাজু(৩৬),আজিজুল মিয়া(২২)রাসেল(২০), গনি মিয়া(৩৫),অজ্ঞাত-(৫০),ইমরান(২১), অজ্ঞাত(৪০),মনির হোসেন(৫৬),অজ্ঞাত(৩৫), শরীফ (৩০),অজ্ঞাত(৩০),শান্ত(২২),হৃদয় চন্দ্র তরুয়া(২৩),নাসিরহোসেন(৩২),অজ্ঞাত(২৫),অজ্ঞাত(২৮),শাহজাহান(২২),রিয়া গোপ(৬),সাজিদুর রহমান(২১),জাকির হোসেন (২৯), জামান মিয়া (১৭),সোহেল মিয়া (২৭), ইমতিয়াজ (২০),মাইনুদ্দিন (২৪),ইয়ামিন চৌধুরী (১৮) আব্দুর রহমান (৪৪),ইমন(১৭),আব্দুল্লাহ সিদ্দিকী (২২),মোঃ তাহিদুল ইসলাম (২২),অজ্ঞাত (৬৫),রমিজ উদ্দিন(২৮), অজ্ঞাত(২৫), রিয়াজুদ্দৌলা(৩২), অজ্ঞাত(১৪),রেজাউল তালুকদার (৩৬),মোঃ সবুজ (২১),রাসেল(২৫),অজ্ঞাত(২৭), ইমরান (২৫),আব্দুর রহমান(২২),মানিক মিয়া (৩০),রাকিব হোসেন(২৪),আজমত আলী (৩৫),ইসহাক (৫২),রাসেল(২৫),অজ্ঞাত যুবক (২৭),ইমরান (২৫) ,আব্দুর রহমান (২২),মানিক মিয়া (৩০),রাকিব হোসেন (২৪)আজমত আলী (৩৫),আবু ইসহাক (৫২),সাইফুল ইসলাম ওমর (২৩),শাকিল (২১),অজ্ঞাত যুবক (২৮),শাহীন (২৪),ইয়াসিন (২৪),সোহেল (২২),অজ্ঞাত (২৪),অজ্ঞাত(৪০),আব্দুল নুর (৩৫),অজ্ঞাত যুবক (২৫),অজ্ঞাত যুবক (৩০),অজ্ঞাত যুবক (২২) , ইসমাইল রাব্বি (২২), রনি (১৭),অজ্ঞাত যুবক (২০),অজ্ঞাত (৪০), যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত।হামিদুর রহমান (২২),অজ্ঞাত (২০),অজ্ঞাত (৩৫),অজ্ঞাত (২২),অজ্ঞাত (২৮),অজ্ঞাত (৩২),অজ্ঞাত (৩০),অজ্ঞাত (২০),অজ্ঞাত (২৬),শাওন (১৫),আবু রায়হান (২১), অজ্ঞাত (৩০),অজ্ঞাত (২৫),আব্দুল হান্নান (৫০),অজ্ঞাত (২৪),মনোয়ার (৫৫),মাহফুজুর রহমান(২৪)আশরাফুল হাওলাদার বয়স (২০),অজ্ঞাত(২২), হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান( ২৬),অজ্ঞাত (পুলিশ) বয়স ৪০,অজ্ঞাত(৩০),আনোয়ার হোসেন বয়স ৫৭(পুলিশ),রাব্বি (২১),আব্দুল আলিম বয়স ৪৬ (পুলিশ),অজ্ঞাত (৩৫),অজ্ঞাত ৩০(পুলিশ),রাসেল মাহমুদ বয়স২১( পুলিশ),মনির(৪৫) , রাসেল বয়স ৪৪ (পুলিশ),অজ্ঞাত( ৩৮),অজ্ঞাত( ৩২),অজ্ঞাত(৪০),আসিব(১৬),সুলতান( ৩০) (পুলিশ) ,র‍্যাব সদস্য হাসমত আলী(৩৫),নুর আলম (২১),র‍্যাব সদস্য আনোয়ার(৩৬), বিজিবি সদস্য মোঃ আব্দুল আলিম বয়স (৩৯),সঞ্জয় কুমার দাস বয়স ৩৯( পুলিশ), অজ্ঞাত পুলিশ সদস্য (৩২),শাওন(২২),অজ্ঞাত পুলিশ সদস্য ( ৫০),রুবেল পুলিশ সদস্য (২৫),মনির(৪৫),বাপ্পি আহম্মেদ (৩৫),পুলিশ সদস্য আব্দুল মজিদ (৪৫)।পুলিশ সদস্য সুজন চন্দ্র দে (৪১)‌, পুলিশ সদস্য ফিরোজ হোসেন (৪৮),পুলিশ সদস্য আবু হাসনাত রনি(২৪),পুলিশ সদস্য খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯),পুলিশ সদস্য শাহিদুল আলম (৪৮),পুলিশ সদস্য রেজাউল করিম (৪৮),আনসার সদস্য আবু জাফর (৪৬),অজ্ঞাত পুলিশ সদস্য (৩২)‌,অজ্ঞাত পুলিশ সদস্য (৪০)‌, অজ্ঞাত পুলিশ সদস্য (৩২)‌,অজ্ঞাত আনসার সদস্য (৩২)‌

সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা জানান, হাসপাতালের খাতায় লিপিবদ্ধ না করে অনেকেই মরদেহ নিয়ে চলে যান।  সেগুলো আমাদের হাসপাতালের খাতায় লিপিবদ্ধ হয়নি । এমনকি আহতদের মধ্যেও সেইম ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীসহ আশেপাশের এলাকা থেকে অনেককেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবার কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে অনেকেই বর্তমানে ঢামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ