17 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ব্রা‌জিলে বিমান দুর্ঘটনায় নিহত ৬২

ব্রা‌জিলে বিমান দুর্ঘটনায় নিহত ৬২


বিশ্বডেস্ক : ব্রাজিলের সাও পাওলোর নিক‌টে একটি আঞ্চলিক টার্বোপ্রপ বিমান বিধ্বস্ত হ‌লে ৬২জন আরোহী  নিহত হয়ে‌ছে। খবর এ‌পির।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, যে ATR-তৈরি বিমানটি নিয়ন্ত্রণের বাইরে ঘুরতে ঘুর‌তে নি‌চের দি‌কে পড়‌ছে। দুর্ঘটনাস্থ‌লে আগুন জ্বল‌তে দেখা গে‌ছে। এক‌টি বা‌ড়ি আগু‌নে পু‌ড়ে‌ গে‌ছে।

ভিনহেডোর কাছে ভ্যালিনহোসের নগর কর্মকর্তারা বলেন, সেখানে কেউ বেঁচে নেই এবং স্থানীয় কনডোমিনিয়াম কমপ্লেক্সের একটি মাত্র বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দাদের কেউ আহত হয়নি।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার পরপরই একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি দুর্ঘটনায় নিহতদের স্মর‌ণে এক মিনিট নীরবতা পালন করেন।

এয়ারলাইন ভয়েপাস জানিয়েছে, সাও পাওলোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে উড্ডয়ন করা বিমানটি সাও থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পশ্চিমে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত