26 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কারাগারে অসুস্থ বিএনপি নেতার মৃত্যু

কারাগারে অসুস্থ বিএনপি নেতার মৃত্যু


বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি ইদ্রিস আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি রাজধানীর কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা ছিলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ তার মারা যাওয়ার কথা জানান।

তিনি জানান, ওই বন্দি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে (Cardiac arrest with pulseless with HTN রোগের উন্নত চিকিৎসার জন্য) কারা চিকিৎসকদের পরামর্শে তাকে সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নতুন ভবনে ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে বন্দী ইদ্রিস আলী মারা যান।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসকরা বন্দির মৃত্যুর প্রমাণপত্রে উল্লেখ করেন Irreversible cardio respiratory arrest due to CVD (Brainstem stroke)।বন্দী ইদ্রিস আলীর হাজতি নাম্বার ৩৫৩৬৫/২৩। রাজধানী কদমতলী থানায় তার মামলা নম্বর ছিল ৫৬(০৭)২৩।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ