বিএনএ, ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে এসেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যেখানে গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ বছরও ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় তুলনামূলক বেশি।
ছাত্রদের মধ্যে পাস করেছেন ৬৫ দশমিক ৮৮ শতাংশ, আর ছাত্রীদের মধ্যে এই হার ৭১ দশমিক ০৩ শতাংশ। টানা দশমবারের মতো পাসের হারে এগিয়ে রইল মেয়েরা।
এবার জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অথচ গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। ফলাফলে সামগ্রিকভাবে যেমন পাসের হার কমেছে, তেমনি কমেছে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।
বিএনএ/ ওজি